কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা দুই শ ছাড়িয়েছে
১১ নভেম্বর ২০১৮ ১২:১১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইবোলা ভাইরাস সংক্রমণে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মৃতের সংখ্যা ২০১ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য সংস্থা। এরমধ্যে অর্ধেকের মৃত্যু হয় উত্তরের কিভু অঞ্চলের বেনি’তে। খবর বিবিসির।
কঙ্গোতে ১৯৭৬ সালের পর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এ নিয়ে মোট দশ বার ইবোলার সংক্রমণ ঘটে। বর্তমানে প্রায় ২৫ হাজার ব্যক্তিকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৯১ টি ইবোলা আক্রান্তের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। এরমধ্যে ২০১ জনের মৃত্যু হয়েছে। সাধারণত শরীরের তরল থেকে ইবোলা ছড়ায় ও পরে তা মারাত্মক পরিণতির কারণ হয়।
কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী ওলি ইলউঙ্গা বলেন, সেখানকার বিদ্রোহীরা মেডিকেল টিমেকে আক্রান্ত এলাকায় স্বাস্থ্য সেবা দিতে বাধা দিচ্ছে ও হেনস্তা করছে। স্বাস্থ্যকর্মীদের হুমকি, শারীরিক নির্যাতন, চিকিৎসা উপকরণ ধ্বংস ও অপহরণ করা হচ্ছে।
এছাড়া, বিদ্রোহীদের হামলায় দুইজন স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
সেপ্টেম্বরে বিদ্রোহীদের সেই হামলার পর থেকে বেনিতে ভ্যাকসিনেশন কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে। কঙ্গোতে দায়িত্বরত জাতিসংঘের শান্তিরক্ষা কর্মীরা স্বাস্থ্যকর্মীদের বাধা না দিতে বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: শান্তিতে নোবেল পেলেন কঙ্গোর মুকওয়েগা ও ইরাকের নাদিয়া মুরাদ
সারাবাংলা/এনএইচ