আদাবরে সংঘর্ষে ২ কিশোরের মৃত্যু, যুবলীগ নেতা তুহিন গ্রেফতার
১১ নভেম্বর ২০১৮ ১৪:৪৬ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৪:৫৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয় এলাকায় আওয়ামী লীগের সংঘর্ষের সময় পিকআপ ভ্যানচাপায় দুই কিশোর মৃত্যুর ঘটনায় আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১১ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল নিহত আরিফের বাবা উমর ফারুক মোহাম্মাদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং ৪৯। ৩০৪ ধারায় (বেপরোয়া যান চালনায় মৃত্যু) দায়ের করা ওই মামলায় অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
ওসি বলেন, ওই মামলায় যুবলীগ নেতা তুহিনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
সারাবাংলা/ইউজে/একে
আরও পড়ুন
মোহাম্মদপুরে সংঘর্ষের ঘটনা ইসি দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মোহাম্মদপুরে আওয়ামী লীগের সংঘঘর্ষ, প্রাণ গেল ২ কিশোরের
আমার কোনো কর্মী সংঘর্ষে জড়িত নয়: নানক