Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার হত্যা মামলায় খালেদার জামিন শুনানি শেষ, আদেশ পরে


১১ নভেম্বর ২০১৮ ১৬:২২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে নৈশকোচে বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে নথি পত্র যাচাই করে পরবর্তীতে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আদালত।

রোববার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আবদুর রহিম এর আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা জানান খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু। তিনি জানান, মামলায় রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সময় আবেদন করেছে। উভয় পক্ষের আইজীবীদের বক্তব্য শেষে আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছেন বিচারক।

বিএনপি জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী পুড়ে মারা যায়। এই ঘটনায় করা হত্যা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি দেখানো হয়েছে।

সারাবাংলা/এসএমএন

কুমিল্লার মামলা খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর