যাত্রাবাড়িতে বাসচাপায় আরেক বাস চালক নিহত
৮ জানুয়ারি ২০১৮ ০৮:৩০ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৫
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : যাত্রাবাড়ির মাতুয়াইলে বাসচাপায় আকাশ (২৭) নামের এক বাস চালক নিহত হয়েছেন।
রবিবার রাত সোয়া ১১ টায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকাশ লাব্বাইক পরিবহনের চালক ছিলেন। তিনি শরীয়তপুর জেলার আবুল হোসেনের ছেলে। বর্তমানে মাতুয়াইলে থাকতেন।
গাড়ির মালিক সরোয়ার হোসেন জানান, নিহত আকাশ রাতে মাতুয়াইল কন্টিনেন্টাল সিএনজি তেলের পাম্পে দাঁড়িয়ে ছিল। হঠাৎ লাব্বাইক পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএস/টিএম