Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন ফরম জমা দিলেন গোলাম দস্তগীর গাজী


১১ নভেম্বর ২০১৮ ১৭:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

রোববার (১১ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশে নির্বাচনী অফিসে এই মনোনয়ন ফরম জমা দেওয়া হয়। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জন্য গোলাম দস্তগীর গাজীর পক্ষে মনোনয়ন ফরম জমা দেন তার প্রতিনিধিরা।

প্রতিনিধি দলে ছিলেন, গোলাম দস্তগীর গাজীর ব্যাক্তিগত সহকারী এমদাদুল হক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,  রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়াসহ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এসএমএন

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ আসন মনোনয়ন ফরম রূপগঞ্জ উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর