Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ দলকে ‘ধানের শীষ’ দিতে ইসিতে বিএনপির চিঠি


১১ নভেম্বর ২০১৮ ১৬:৫৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মধ্যে নিবন্ধিত আটটি দলকে ধানের শীষ প্রতীক দিতে বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১১ নভেম্বর) সিইসি’র দফতরে চিঠিটি পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি দাস সরকার।

চিঠিতে সিইসিকে উদ্দেশ করে বলা হয়েছে, আপনাকে জানাচ্ছি যে, নিম্নলিখিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যৌথভাবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। দলগুলো হলো— বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম।

চিঠিতে আরও বলা হয়েছে, চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে অবহিত করা হবে।

এর আগে, ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১৯ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

এর মধ্যে আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন একমাস পিছিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন থেকেও একই দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

৩০ ডিসেম্বর ভোট গ্রহণের প্রস্তাব যুক্তফ্রন্টের

নির্বাচন এক মাস পিছিয়ে দিতে ঐক্যফ্রন্টের চিঠি

৮ দলকে ‘ধানের শীষ’ দিতে ইসিতে বিএনপির চিঠি

সারাবাংলা/জিএস/টিআর

বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর