Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি সময় বাড়ালে আপত্তি নেই: কাদের


১১ নভেম্বর ২০১৮ ১৭:৫৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচন কমিশন ভোটের তারিখ পিছিয়ে দিলে আওয়ামী লীগের কোনো আপত্তি থাকবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১১ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পার্লামেন্টারিয়ান বোর্ডের সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘নির্বাচন পেছানোর ব্যাপারে কোনো দলের দাবি থাকলে তা ইসির এখতিয়ার। নির্বাচন কমিশন যদি সময় বাড়াতে চান সেখানে আপত্তি থাকবে না।’

ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার শেষ সময় ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। ১৪ নভেম্বর মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ধানমন্ডি ৩/এ অফিসে। সাক্ষাৎকার একদিনেই শেষ হবে।

নির্বাচনী জোটের ব্যাপারে বলেন, ‘১৪ দল, জাপা আছে…  নৌকা প্রতীকে ১৪ দল, জাপা লাঙ্গলে নির্বাচন করবে। নৌকা প্রতীক ১৪ দলের সীমিত থাকবে।’

কাদের বলেন, ‘আমাদের সঙ্গে যুক্তফ্রন্টও নির্বাচন করতে পারে। যুক্তফ্রন্টের সঙ্গে আমাদের অ্যালায়েন্সও হতে পারে। আলোচনা চলছে। তবে নিজেদের মনোনয়ন দেব। আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে ফেলবে। জাতীয় পার্টির সঙ্গেও আসন ভাগাভাগি হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা তো বসে নাই। ভেতরে ভেতরে বৈঠক হচ্ছে। সময় বাড়ানোর কোনো দাবি আমরা করিনি। আমাদের চিঠি চলে গেছে। মনোনয়ন নিয়ে কিছু কথা হয়েছে।’

প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘জনগণের কাছে জিততে পারে, গ্রহণযোগ্যদের নমিনেশন দেওয়া হবে। অগ্রহণযোগ্যদের বাদ দেব। ঐক্যফ্রন্ট বিএনপির বিপক্ষে লড়তে হবে। তাদের তো দুর্বল মনে করলে চলবে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

ওবায়দুল কাদের জাতীয়-নির্বাচন তফসিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর