Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ বছরে সর্বনিম্ন তাপমাত্রা


৮ জানুয়ারি ২০১৮ ০৯:২৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে সোমবার। আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৯৬৮ সালের পর এটাই বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা। ওই বছর তেঁতুলিয়ায় ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এছাড়া দেশের উত্তরাঞ্চল জুড়ে অধিকাংশ স্থানেই তাপমাত্রা ৩ এর নিচে নেমে এসেছে। যা গত ৫০ বছরের সর্বনিম্ন।

সোমবার নীলফামারী জেলার সৈয়দপুরে তাপমাত্রা ২.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন  আহমেদ জানান, সর্বশেষ স্বাধীনতার আগে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর আর কোনদিন তাপমাত্রা এত নিচে নামেনি।

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে জনজীবনে নেমে  এসেছে ভোগান্তি।

উত্তরাঞ্চলীয় জেলাগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, সকালে তীব্র ঠাণ্ডায় মানুষের স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত হচ্ছে। এছাড়া বিকেল থেকেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা-ঘাট, হাট-বাজার ও দোকানপাট।

সারাবাংলা/টিএম/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর