Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনের হোদেইদায় ছড়িয়ে পড়েছে সংঘর্ষ


১২ নভেম্বর ২০১৮ ০৯:৪৭

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদেইদার দখল নিতে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের চলা সংঘাত আবাসিক এলাকার রাস্তায় ছড়িয়ে পড়েছে।

রোববার (১২ নভেম্বর) সরকারপন্থী একজন সেনা কর্মকর্তা বলেন, ‘সৈন্যরা হোদেইদার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সেখানকার আবাসিক এলাকার রাস্তায় ঢুকে পড়েছে।’

এদিকে এর ফলে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় গত ১০ দিন ধরে উভয়পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। এতে দু’পক্ষেরই চারশও বেশি লোক মারা গেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে হোদেইদা নিয়ন্ত্রণ করছে।

এদিকে ২০১৭ সালের নভেম্বর থেকে হোদেইদা বন্দর সৌদি নেতৃত্বাধীন জোটের নিয়ন্ত্রণে থাকায় তারা এটি বন্ধ রেখেছে। তাদের অভিযোগ এই বন্দর দিয়ে ইরান হুতিদের জন্যে অস্ত্র সরবরাহ করছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

মানবাধিকার গ্রুপগুলো যুদ্ধরত পক্ষগুলোকে বন্দর খোলা রাখার আহ্বান জানিয়েছে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর