চকবাজারে সহকর্মীর সঙ্গে মারামারিতে শ্রমিকের মৃত্যু
১২ নভেম্বর ২০১৮ ০৯:৫৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর চকবাজারের উর্দু রোডে একটি প্লাস্টিক কারখানায় দুই শ্রমিকের মধ্যে মারামারিতে রুবেল (২৫) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের আরেক সহকর্মী জামাল হোসেন জানান, তারা উর্দু রোডে লিটনের প্লাস্টিক কারখানায় কাজ করেন। ভোরে মালিক লিটন তাকে ফোন দিয়ে জানায় কর্মচারী আলম ও রুবেল মারামারি করেছে। রুবেলের মাথায় আঘাত লেগেছে।
পরে কারখানায় গিয়ে আহত রুবেলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার নুরুজ্জামানের ছেলে। বর্তমানে প্লাস্টিক কারখানাতে সে থাকতো বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি চকবাজার থানাকে অবহিত করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও