Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১, নিখোঁজ দুইশ


১২ নভেম্বর ২০১৮ ১৩:২৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এছাড়া আরও ২০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

উত্তরাঞ্চলীয় শহর প্যারাডাইজ থেকে আরও ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে সেখানে নিহতের সংখ্যা ২৯। বাকি দুইজনের মৃত্যু হয়েছে দক্ষিণের মালিবুতে।

রোববার (১১ নভেম্বর) সংবাদ সম্মেলনে বুট্টে কাউন্টি শেরিফ কোরি হোনেয়া বলেন, পুড়ে যাওয়া একটি বাড়িতে পাঁচজনের মৃতদেহ পাওয় যায়। অন্যজনের লাশ পাওয়া যায় গাড়ির ভেতরে। এখনো ২০০ মানুষ নিখোঁজ রয়েছেন।

ধ্বংস হওয়া শহর প্যারাডাইজের মেয়র জোডি জোনস বলেন, বেশিরভাগ আবাসিক এলাকা দাবানলে ধ্বংস হয়ে গেছে। অন্যদের মতো আমিও আমার বাড়ি হারিয়েছি।

‘ক্যাম্প ফায়ার’ ও ‘উলজি ফায়ার’ নামে দুটি মনোনয়ন গ্রাস করেছে ক্যালিফোর্নিয়াকে।

ক্যাম্প ফায়ার নামে দাবানলের সূত্রপাত হয় বৃহস্পতিবার (৮ নভেম্বর) বুট্টে কাউন্টি থেকে। দাবানলে প্যারাডাইজ শহরটি নিশ্চিহ্ন হয়ে যায়। দাবানল আক্রান্ত এলাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার বাসিন্দাকে ইতোমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

লস এঞ্জেলসে উলজি ফায়ারে সূত্রপাত ঘটে বৃহস্পতিবার থাউজেন্ড ওকস শহরে। সেখানে উপকূলীয় এলাকার দিকে দাবানলটির ভয়াবহতা বাড়ছে।

সারাবাংলা/এনএইচ

ক্যালিফোর্নিয়া দাবানল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর