ইসরায়েলি হামলায় হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনি নিহত
১২ নভেম্বর ২০১৮ ১৪:২১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইসরায়েলের স্পেশাল ফোর্স ও বিমান বাহিনীর হামলায় একজন সিনিয়র হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। সোমবার (১২ নভেম্বর) আল-জাজিরার এক সংবাদ প্রতিবেদনে একথা বলা হয়।
হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাস্সাম ব্রিগেডের কমান্ডার নূর বারাকা’কে হত্যা করতে গাজায় ছদ্মবেশে অনুপ্রবেশ করে ইসরায়েলের সেনারা। গুপ্ত মিশন সম্পন্ন করে তারা গাড়িতে করে আবার ইসরায়েলে ফিরে আসে। এসময় আকাশ পথে হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের ফিরে আসতে সাহায্য করা হয়।
হামাসের মুখপাত্র গাজি হামাদ বলেন, ইসরায়েলি সেনার স্থল অভিযান চালিয়ে নূর বারাকা ও অন্যদের হত্যা করেছে বলে শুনেছি। তাদের ধাওয়া করার পর ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বিমান থেকে ৪০টির ও বেশি মিসাইল ছোঁড়া হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযান শেষে সৈন্যরা নিরাপদে ফিরে এসেছে।
সারাবাংলা/এনএইচ