Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনের খসড়া অনুমোদন করতে পারবে নির্বাচনকালীন মন্ত্রিসভা


১২ নভেম্বর ২০১৮ ১৫:২৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচনকালীন মন্ত্রিসভা আইনের খসড়া উত্থাপন ও বিশেষ প্রয়োজন হলে তাতে নীতিগত অনুমোদন দিতে পারবে। এ ক্ষেত্রে আইনগত কোনো বিধি-নিষেধ নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তফসিল ঘোষণার পর সোমবার (১২ নভেম্বর) মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০১৮’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সাংবাদিক ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান, এই সরকার কি নির্বাচনকালীন সরকার?

জবাবে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘যেহেতু ডিক্লারেশন অব শিডিউল (নির্বাচনের তফসিল) হয়ে গেছে, ওই সময় থেকেই নির্বাচনকালীন সরকার শুরু হয়ে গেছে।’

কিন্তু আইন তো উঠার (মন্ত্রিসভার বৈঠকে) কথা না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না, আইন উঠতে পারে। এটাতে কোনো আইনগত বাধা নেই। কিন্তু সংসদ নেই এখন।’

আজকের মিটিং তাহলে নির্বাচনকালীন সরকারের মিটিং, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিডিউল ঘোষণার পর থেকেই এ সরকার নির্বাচনকালীন সরকার।’

আইনের অনুমোদন দেওয়া কি রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে? এটা তো পলিসি ডিসিসন, এটা তো রেগুলার ওয়ার্কে পড়ার কথা…সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘এগুলো ক্যাবিনেটের কার্যক্রমের মধ্যেই পড়ে। রুটিনই বলা যায় এটা।’

আইন তো হল একটা গুরুত্বপূর্ণ বিষয়। রেগুলার সরকারের অন্যতম কাজ হচ্ছে আইন পাস করা-এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারতো রেগুলারই আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/একে

নির্বাচনকালীন সরকার মন্ত্রিসভা

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর