Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ ধরার নৌকায় দেড় কোটি টাকার ইয়াবা


১২ নভেম্বর ২০১৮ ১৬:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে একটি মাছ ধরার নৌকা তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের হুয়াব্রাং পয়েন্ট থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির উপঅধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার জানান, মিয়ানমার থেকে একটি মাছ ধরার নৌকায় করে ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে ওই স্থানে অবস্থান নেয় বিজিবি। কিন্তু বিজিবি’র অবস্থান টের পেয়ে পাচারকারী নদীতে লাফ দিয়ে পাশে ধান ক্ষেত দিয়ে পালিয়ে যায়। পরে ওই নৌকাটি তল্লাশী করে ৫০ হাজার ইয়াবা ও নৌকাটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

ইয়াবা মাছ ধরার নৌকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর