সন্ধ্যা পর্যন্ত বিএনপির ১,১৯৮ মনোনয়ন ফরম বিক্রি
১২ নভেম্বর ২০১৮ ১৮:১২
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয় ফরম বিক্রির প্রথম দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১৯৮টি ফরম বিক্রি করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের বুথ ঘুরে এ পরিসংখ্যান পাওয়া গেছে।
সোমবার (১২ নভেম্বর) সকাল পৌনে ১১ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। চলবে রাত ৮টা পর্যন্ত।
১১৯৮ টি মনোনয়ন ফরমের মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ৬৭০, বরিশাল বিভাগে ৬৮, খুলনা বিভাগে ১১৯, রাজশাহী বিভাগে ১১১, রংপুর বিভাগে ৪৬, কুমিল্লা বিভাগে ৫০, চট্টগ্রাম বিভাগে ৮৮ এবং সিলেট বিভাগে ৪৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এর আগে সকাল পৌনে ১১ টায় খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বগুড়া-৬ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম কেনেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম কেনেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এর পর ঠাকুরগাঁও-১ আসনে নিজের জন্য মনোনয়ন ফরম কেনেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফরম কেনার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির ভিত্তিতে, আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। এই নির্বাচনে অংশ নিচ্ছি স্বৈরশাসনের অবসান এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।’
ফখরুল বলেন, ‘আমরা বারবার বলছি আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাচ্ছি। এর মধ্য দিয়ে দেশ নেত্রী কে মুক্ত করব এবং আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কিছুই নেই। আমাদের নেতাকর্মীদের গ্রেফতার চলছেই। আমরা বারবার দাবি জানিয়েছি এগুলো বন্ধ করার জন্য। এগুলো বন্ধ না হলে অবশ্য আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।’
সোমবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী বুধবার (১৪ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত।
সারাবাংলা/এজেড/একে
আরও পড়ুন
দীর্ঘদিন পর পুরনো চেহারায় বিএনপি
তিন আসনে লড়তে চান খালেদা জিয়া