Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ দলে আসছি না, মহাজোটের বিষয়ে আলোচনা করছি: মাহী বি


১৩ নভেম্বর ২০১৮ ১৭:৫০

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব মাহী বি চৌধুরী বলেছেন, আমরা কেন্দ্রীয় ১৪ দ‌লে আসছি না, আমরা মহাজো‌টের বিষ‌য়ে আলোচনা করেছি।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপু‌রে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনে আসছেন কি না এমন প্রশ্নের জবাবে মাহী বি বলেন, ‘আমরা ‌নির্বাচ‌নে আস‌ছি এটা নি‌শ্চিত। জোটগত নির্বাচন অসম্ভব নয়, এটা অসম্ভব নয়। এটুকু বল‌বে। ত‌বে আনুষ্ঠা‌নিক আলোচনার আগে বিষয়গুলো এর বেশি খুলে বলা যাবে না। আমরা খুব শীঘ্রই আনুষ্ঠানিক আলোচনা করব।’

‘আপনারা কিছু‌দিন বিএন‌পি ও ঐক্যফ্রন্টের সঙ্গে ছিলেন। কোনো একটা ঝামেলা হওয়ায় বের হয়ে এসেছেন। আপনারা আওয়ামী লীগ বি‌রোধীও ছি‌লেন। কী কার‌ণে আপনারা চৌদ্দ দ‌লের সঙ্গে যুক্ত হচ্ছেন- সাংবা‌দিক‌দের এমন প্রশ্নের জবাবে মাহী বলেন, ‘বিকল্পধারা জ‌ন্মের পর থে‌কে আ‌ওয়ামী লী‌গের বিরু‌দ্ধেও রাজনী‌তি ক‌রে‌নি, বিএন‌পির বিরু‌দ্ধেও রাজনী‌তি ক‌রে‌নি। আমরা বাংলা‌দে‌শের প‌ক্ষে রাজনী‌তি ক‌রে‌ছি। বিএন‌পির সঙ্গে একসঙ্গে ব‌সেছিলাম, আলোচনা করেছিলাম। আমরা মন থে‌কে আশা ক‌রে‌ছিলাম জিয়াউর রহমা‌নের দল হি‌সে‌বে তারা জামাত‌কে ছু‌ড়ে ফে‌লে দি‌তে পার‌বে। তা‌দের সঙ্গে জামা‌তের যে আত্মার সস্পর্ক তৈ‌রি হ‌য়ে‌ছে সেখান থে‌কে তারা বে‌রি‌য়ে আসতে পারেনি, সেটা তা‌দের জন্য দুঃখজনক, বাংলা‌দে‌শের জন্য দুঃখজনক।’

ওবায়দুল কা‌দে‌রের সঙ্গে বৈঠক প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, ‘আজ‌কে আমরা একটা আনুষ্ঠানিক আলোচনা করেছি। গত বেশ ক‌য়েক‌দিন ধ‌রে আমা‌দের দ‌লের মহাস‌চিব মান্নান সা‌হে‌বের সঙ্গে ওবায়দুল কা‌দের সা‌হে‌বের বেশ ক‌য়েকবার আলাপ হ‌য়ে‌ছে। সেই আলোচনার পরিপ্রে‌ক্ষি‌তে এক‌টি সুন্দর নির্বাচন যা‌তে ক‌রে করা যায়, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, বাংলা‌দেশের প‌ক্ষের মানুষ যা‌তে বিজয় অর্জন ক‌রতে পা‌রে, সা‌র্বিক রাজনী‌তি নি‌য়ে আলোচনা হয়েছে।’

বিজ্ঞাপন

‌তি‌নি ব‌লেন, ‘১৪ দ‌লের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার ব্যাপারে আলাপ করেছি। আশা করি কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা  শুরু হবে।’

সারাবাংলা/এনআর/একে

জাতীয়-নির্বাচন মাহী বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর