Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকেল ৫টা পর্যন্ত ১২১৩টি মনোনয়নপত্র বিক্রি বিএনপির


১৩ নভেম্বর ২০১৮ ১৮:৪৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের মধ্যে দ্বিতীয় দিন বিকেল ৫টা পর্যন্ত ১২১৩টি মনোনয়নপত্র বিক্রি করছে বিএনপি।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘জনতার সমুদ্রে সরকারের সকল ষড়যন্ত্র ভেসে যেতে শুরু করেছে। ক্ষমতাসীনদের সকল বাধা উপেক্ষা করে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দলীয় কার্যালয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিকেল ৫টা পর্যন্ত ১২১৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি চলবে।’

ভোটগ্রহণ একমাস পেছাতেই হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা কেবল বিএনপির দাবি নয়, জনগনের দাবি। এ দাবি সরকারকে মানতেই হবে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, নির্বাচন কমিশন সরকারের দেখানো পথেই হাঁটছে। তারা জনগণের দাবি উপেক্ষা করে সরকারের বশংবদ হয়ে কাজ করছে।’

সারাবাংলা/এজেড/একে

জাতীয়-নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

এবার 'ট্রেবলে' চোখ ফ্লিকের
২৭ এপ্রিল ২০২৫ ১২:২৮

আরো

সম্পর্কিত খবর