বেনাপোলে ৫০০ পিস ইয়াবাসহ নারী আটক
১৪ নভেম্বর ২০১৮ ১৪:৫০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
যশোর: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে জামেনা বেগম (৪৫) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় তার কাছে থাকা ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে সাদিপুর মোড় থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক জামেনা বেগম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
বিজিবি জানায়, গোপন সূত্রে বিজিবি সদস্যরা খবর পান একজন নারী ইয়াবা ব্যবসায়ী ভারত থেকে ইয়াবার একটি চালান নিয়ে সাদিপুর গ্রামের মধ্য দিয়ে বেনাপোলের দিকে যাবে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে জামেনা বেগমকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার কাছে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ইয়াবাসহ আটক জামেনা বেগমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
ইয়াবা ব্যবসার অভিযোগে নারী কারারক্ষীসহ গ্রেফতার ২