Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প


১৪ নভেম্বর ২০১৮ ১৭:০১

।।আন্তর্জাতিক ডেস্ক।।

প্রায় এক বছর পর সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৭ সালের জানুয়ারিতে তৎকালীন রাষ্ট্রদূত জোসেফ ওয়েস্টফাল চলে আসার পর থেকে সৌদি আরবে মার্কিন রাষ্ট্রদূতের পদটি খালি ছিল। খবর আল জাজিরার।

সৌদি আরবে নিয়োগপ্রাপ্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম জন আবিজাইদ। তিনি মার্কিন সেনাবাহিনীর সাবেক জেনারেল। সেনাবাহিনীতে থাকার সময় মধ্যপ্রাচ্যে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ইউএস সেন্ট্রাল কমান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানের দায়িত্ব পালন করেছেন আবিজাইদ- ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত।

আবিজাইদ ইউএস মিলিটারি একাডেমী থেকে পড়াশোনা শেষ করেন। এরপর একটি স্কলারশিপ পেয়ে আরবি শিখতে জর্ডান যান। এছাড়া হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ‘মিডল ইস্টার্ন স্টাডিজ’ নিয়ে মাস্টার অফ আর্টস সম্পন্ন করেন তিনি।

৬৭ বছর বয়সী আবিজাইদের নিয়োগ এখন সিনেট হতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সারাবাংলা/ আরএ

মার্কিন রাষ্ট্রদূত সৌদি আরব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর