Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঙ্গ উৎসবে কত্থকে মাতালেন হাসান ইশতিয়াক ইমরান [ফটোস্টোরি]


১৫ নভেম্বর ২০১৮ ১১:৩৭

স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’র আয়োজনে গত ১০ নভেম্বর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘রঙ্গ উৎসব’। ধ্রুপদী নৃত্যের এই উৎসবে ছয় নৃত্যশিল্পী পরিবেশন করেন ছয়টি ধারার নৃত্য।

এই আয়োজনে কত্থক পরিবেশন করেন এস এম হাসান ইশতিয়াক ইমরান। বুলবুল ললিতকলা একাডেমি থেকে পাঁচ বছরের সার্টিফিকেট কোর্স করেন তিনি। পরে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের (আইসিসিআর) বৃত্তি নিয়ে চলে যান কলকাতা। সেখানেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইমরান কত্থক নৃত্যের ওপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী সাজু আহমেদের কাছে কত্থক ও নৃত্যগুরু এম আর ওয়াসেকের কাছ থেকে সৃজনশীল নৃত্যের প্রশিক্ষণ নেন ইমরান। কত্থক নৃত্যগুরু শ্রী অসীমবন্ধু ভট্টাচার্যের কাছে এখনও তালিম নিয়ে চলেছেন তিনি।

রঙ্গ উৎসবে ইমরানের মনোমুগ্ধকর পরিবেশনার রঙিন মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি/পিএম


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : প্রীতম আহমেদ। উপস্থাপনা : পলাশ মাহবুব

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-৩
২৬ নভেম্বর ২০২৪ ২৩:১৯

আরো

সম্পর্কিত খবর