কিশোরগঞ্জে মা ও স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
১৫ নভেম্বর ২০১৮ ১৪:২৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মা ও স্ত্রীকে হত্যার দায়ে মো. ছাবেদ আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ এ জি এস আল মাসুদ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ২৭ জুন রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মনোয়ারাকে স্বামী ছাবেদ আলী গলা কেটে হত্যা করেন। এ সময় মা জোহরা খাতুন বাধা দিতে এলে তাকেও ছুড়িকাঘাতে হত্যা করা হয়।
ঘটনার পরে ছবেদ আলীর আপন ভাই পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান ওই বছরের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত বিচার প্রক্রিয়া শেষে আসামি ছাবেদ আলীকে দোষী প্রমাণিত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জগেশ্বর রায়। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা।
সারাবাংলা/এমএইচ