Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যফ্রন্টের প্রতীক ধানের শীষ, ইসিতে চিঠি


১৫ নভেম্বর ২০১৮ ১৬:২২

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) চিঠি দিয়েছে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল।

ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সু্ব্রত চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল বিকেল সাড়ে ৩টায় সিইসি দফতরে চিঠি দেন। ঐক্যফ্রন্টের চিঠিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে প্রতীক বিষয়ে সিদ্ধান্ত নেয় ঐক্যফ্রন্ট। বৈঠক শেষে জোটের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

বৈঠক শেষে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, জোটের সব দলের প্রার্থীরা ধানের শীষ প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তফসিলে ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তফসিলের পর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একমাস ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট এক সপ্তাহ পিছিয়ে পুনঃতফসিল ঘোষণার জন্য আবেদন করেন নির্বাচন কমিশনে (ইসি)।

পরে ইসি বৈঠক করে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ১২ নভেম্বর পুনঃতফসিল ঘোষণা করে।

এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ধারা-২০-এর (১)-এর (এ) বিধান অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করলে এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত প্রার্থীদের বরাদ্দ করা যাবে। এ ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার তিনদিনের মধ্যে ইসি বরাবর আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

একাদশ নির্বাচন ঐক্যফ্রন্ট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর