Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকা-কুলা দুই প্রতীকেই নির্বাচন করতে চায় বিকল্পধারা


১৫ নভেম্বর ২০১৮ ১৯:১৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে মহজোটের প্রতীক নৌকা এবং নিজস্ব দলীয় প্রতীক কুলা উভয় প্রতীকেই নির্বাচন করতে চায় বিকল্পধারা বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে জমা দেন।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিকল্পধারা বাংলাদেশ নিজস্ব দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচন করবে।

চিঠিতে আরও বলা হয়, ১৪ দলের সঙ্গে মহাজোট সম্প্রসারণ বিষয়ে আলোচনা এখনো চলছে। বিকল্পধারা মহাজোটে অংশগ্রহণ করলে যুক্তফ্রন্ট ও বিকল্পধারার কিছু প্রার্থী ক্ষেত্র বিশেষে নৌকা প্রতীকে নির্বাচন করবে। এই অবস্থায় বিকল্পধারা যাতে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা ও কুলা উভয় প্রতীকে নির্বাচন করতে পারে সে সুযোগ রাখার জন্য অনুরোধ করা হয়।

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর