Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় তীব্র তাপদাহ


৮ জানুয়ারি ২০১৮ ১৬:৪৮

সারাবাংলা ডেস্ক

পৃথিবীর উত্তর গোলার্ধ যখন ঠাণ্ডায় জমে যাচ্ছে, দক্ষিণ গোলার্ধে তখন তীব্র তাপদাহ। গত রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে ৭৮ বছরের মধ্যে সর্বোচ্চ ৪৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

প্রচণ্ড তাপদাহের কারণে লোকজনকে বাড়ির বাইরে বের হওয়া ও খেলাধুলা থেকে বিরত থাকতে বলেছে দেশটির কতৃপক্ষ।

তীব্র গরমের কারনে ওই এলাকার লোকজনের মধ্যে অ্যাজমা ও শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত অন্যান্য রোগের প্রকোপ দেখা দিয়েছে।

নিউ সাউথ ওয়েলস আবহাওয়া বিভাগ জানিয়েছে, এর আগে ১৯৩৯ সালে অস্ট্রেলিয়ার রিসমন্ড শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ বছর সিডনির পেনরিথ অঞ্চলের তাপমাত্রা প্রায় তার কাছাকাছি চলে গেছে।

এ ছাড়াও প্রচণ্ড গরমে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন বিদ্যুৎ সমস্যা সমাধানে দ্রুত কাজ করে যাচ্ছে তারা।

 

প্রচণ্ড তাপমাত্রার কারণে রাস্তায় পিচ গলে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে সিডনির ট্রাফিক বিভাগ।

ভিক্টোরিয়ার অ্যাম্বুলেন্স কমান্ডার পল হলম্যান প্রচণ্ড তাপমাত্রাকে ‘প্রাণঘাতী তাপদাহ’ বলে উল্লেখ করে জানান, অগ্নিকুন্ডে বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। প্রত্যেকে নিজ দায়িত্বে সতর্ক থাকবেন। অপ্রয়োজনে বাইরে বের হওয়া ও খেলাধুলা থেকে বিরত থাকতে অনুরোধ করছি।’

এ ছাড়া যে কোন জরুরি পরিস্থিতি এড়াতে ৫০টি ট্রাক, ৩ শ অগ্নিনির্বাপন কর্মী ও তিনটি হেলিকপ্টার মোতায়েন করে রেখেছে ফায়ার সার্ভিস বিভাগ।

সারাবাংলা/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর