Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিসহ সব দল ভোটে যাচ্ছে, কূটনীতিকদের ব্রিফ পররাষ্ট্রমন্ত্রীর


১৫ নভেম্বর ২০১৮ ২১:৩৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: প্রধান বিরোধী দল বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে, এই তথ্য ঢাকায় অবস্থানরত সকল বিদেশি কূটনীতিকদের জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ ছাড়া রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতিও কূটনীতিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রোহিঙ্গা সংকট সম্পর্কে বিদেশিদের অবহিত করতে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ঢাকায় অবস্থানরত সকল বিদেশি কূটনীতিকদের জন্য ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কূটনীতিকদের ব্রিফ করেন। ব্রিফিংয়ে সবগুলো দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কূটনীতিকদের ব্রিফিংয়ে শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘কূটনীতিকদের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নতুন তারিখ বললাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে, তার তালিকা দিলাম। প্রধান বিরোধীদল বিএনপিসহ ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে যে কর্মকাণ্ড চালাচ্ছে, তা জানালাম।’

গত ১৪ নভেম্বর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষ হয়েছে তা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতকালের অণাকাক্ষিত ঘটনা সবাই জানে।’

রোহিঙ্গা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ (১৫ নভেম্বর) প্রথম ব্যাচের রোহিঙ্গা প্রত্যাবাসন হওয়ার কথা ছিল। কিন্তু আমরা তো জোর করে পাঠাতে চাই না। এই সংকট সমাধানে এখনো কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। কিন্তু তারা (রোহিঙ্গা) স্বেচ্ছায় যেতে না চাইলে জোর করে পাঠাব না। অথচ এই বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যে আমরা জোর করে তাদের পাঠিয়ে দিচ্ছি। আমরা আমাদের প্রস্তুতি ঠিক করে রেখেছি, রোহিঙ্গারা স্বেচ্ছায় যেতে চাইলেই পাঠানো হবে।’

বিজ্ঞাপন

‘এই সংকট কাটাতে আজকের (১৫ নভেম্বর) ব্রিফিংয়ে জাপান প্রস্তাব করেছে যে তারা রোহিঙ্গা শিবিরের দলনেতাদের (মাঝি) নিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের নিজস্ব বাড়ি-ঘড় পরিদর্শন করে প্রত্যাবাসন বিষয়ে মূল্যায়ন করতে চায়। জাপানের প্রতিনিধিরা মাঝিদের দল নিয়ে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে গিয়ে সরেজমিন পরিস্থিতি দেখবে, মিয়ানমার ফিরে যাওয়ার পরিস্থিতি কতটুকু সৃষ্টি করতে পেরেছে, এতে তা যাচাই করা সহজ হবে।’

‘ওখানে জাপানের উদ্যোগে গ্রুপ গেলে সবাই প্রকৃত পরিস্থিতি জানতে পারবে। এ ছাড়া সিঙ্গাপুরও রোহিঙ্গা সংকট কাটাতে সহায়তা করার কথা জানিয়েছে। সিঙ্গাপুর এখন আসিয়ানের চেয়ারম্যান।’

‘গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিবের দপ্তরে আমি, চীন ও মিয়ানমার, এই ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছে। ওই বৈঠকেও এই সংকট কাটাতে সবাই ইতিবাচক কথা বলেছেন। জাতিসংঘের মহাসচিব বলেছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে, দীর্ঘদিন রোহিঙ্গারা বাংলাদেশে থেকে গেলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হবে, সন্ত্রাসী কার্যক্রম চলে আসবে।’

পররাষ্ট্র মন্ত্রীর ব্রিফিং শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমাদেরকে নির্বাচন, চলমান পরিস্থিতি এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে জানানো হয়েছে। আগামী সংসদ নির্বাচন সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে, এই তথ্য জেনে ভালো লেগেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই যে রোহিঙ্গা প্রত্যাবাসন স্বেচ্ছায়, নিরাপদে এবং সম্মানের সঙ্গে হোক।’

ব্রাজিলের রাষ্ট্রদূত জো তাবজের ডি অলিভেরা জুনিয়র বলেন, ‘রোহিঙ্গা পরিস্থিতি বলা হল। এ ছাড়া নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক ইতিবাচক পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/একে

জাতীয়-নির্বাচন পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

মানুষের হিংস্রতা কেন বাড়ছে?
২৪ নভেম্বর ২০২৪ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর