Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পটকা মাছ খেয়ে দাদী-নাতনির মৃত্যু, অসুস্থ আরও সাতজন


১৫ নভেম্বর ২০১৮ ২২:২৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিষাক্ত পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে এক নারী ও তার তিন বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। একই পরিবারের আরও সাত জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে অসুস্থ ওই সাত জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার আগেই দাদী ফজিলা খাতুন (৬০) ও তার নাতনি মরিয়মের (৩) মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তাদের পরিবার।

হাসপাতালে চিকিৎসাধীন আছেন, মরিয়মের বাবা শফিকুল ইসলাম (৩৫), মা বিলকিস (৩০), ভাই রাব্বি (১০) ও সাব্বির (৭) এবং বোন ঝর্ণা (৮) ও আতিয়া (২) এবং মরিয়মের মামা আমজাদ হোসেন (২৬)।

জানা গেছে, মরিয়মের বাবা ও দুই মামা মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার অধীনে পরিচ্ছন্ন কর্মীর কাজ করেন। তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় ভাড়া বাসায় তারা থাকেন।

মরিয়মের মামা হোসেন মিয়া সারাবাংলাকে জানান, মরিয়মের দাদী ফজিলা খাতুন প্রতিদিন বারইয়ার হাট বাজারে পরিত্যক্ত মাছ কুড়াতে যান। বৃহস্পতিবার সকালে তিনি পটকা মাছ কুড়িয়ে আনেন। রান্না করা পটকা মাছ দুপুরে খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন সবাই। তারা সবাই বমি করতে শুরু করেন।

গুরুতর অসুস্থ অবস্থায় ফজিলা খাতুন ও মরিয়ম ঘরেই মারা যান বলে সারাবাংলাকে জানিয়েছেন হোসেন মিয়া।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম সারবাংলাকে বলেন, ‘হাসপাতালে যে সাত জন ভর্তি আছেন তারাও গুরুতর অসুস্থ। যে দুইজন মারা গেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের হাসপাতালে আনা হয়নি।’

বিজ্ঞাপন

পটকা মাছ ইংরেজিতে ব্লো বা বেলুন মাছ এবং স্থানীয়ভাবে পটকা বা টেপা মাছ হিসেবে পরিচিত। বিজ্ঞানীদের মতে, টেট্রোডোটক্সিন নামে বিষ আছে এই পটকায়।

সারাবাংলা/আরডি/একে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর