Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল মার্কিন সিনেটে


১৬ নভেম্বর ২০১৮ ০৯:৪৫

।। আন্তর্জাতিক ডেস্ক।।

সাংবাদিক ও লেখক জামাল খাশোগি হত্যা ও ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে মার্কিন সিনেটরদের একটি দল। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এ বিষয়ক একটি বিল উপস্থাপন করা হয়েছে সিনেটে। খবর আল জাজিরার।

বিলটি আইনে পরিণত হলে সৌদি আরবে অস্ত্র বিক্রি ও ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের বিমানে জ্বালানী ভরা নিষিদ্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রের জন্য।

এছাড়াও প্রস্তাবিত বিলটিতে বলা হয়েছে, ইয়েমেনে মানবিক সহায়তা প্রবেশে বাধার সৃষ্টি করে এমন স্থানীয় হুতি বিদ্রোহীদের সমর্থন করে এমন যেকারও বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এর আগে বুধবার (১৪ নভেম্বর) ইয়েমেনে সৌদি জোটের প্রতি মার্কিন  সহায়তা বন্ধ করা বিষয়ক একটি বিল বাতিল করে দিয়েছে মার্কিন সিনেট। এর একদিন পরই তিনজন রিপাবলিকান ও তিনজন ডেমোক্র্যাট সিনেটর কংগ্রেসের উচ্চকক্ষে নতুন বিলটি উপস্থাপন করেন।

আল জাজিরা জানায়, ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১০ হাজারের বেশি মানুষ। এ নিয়ে আমেরিকানদের মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে। এই ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগিকে ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে হত্যার ঘটনা প্রকাশের পর।

এদিকে, বৃহস্পতিবার খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৭ সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/ আরএ

নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র সৌদি আরব

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর