নতুন উচ্চ প্রযুক্তির অস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
১৬ নভেম্বর ২০১৮ ১০:২৪
।। আন্তর্জাতিক ডেস্ক।।
যুদ্ধ-কৌশল সংক্রান্ত নতুন উচ্চ প্রযুক্তির অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৬ নভেম্বর) দেশটির নেতা কিম জঙ্ঘ উন অস্ত্রটির সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। অস্ত্রটির ধরণ বা এর ব্যবহার সম্বন্ধে কিছু জানা যায়নি। খবর আল জাজিরার।
নতুন অস্ত্রটি কোন পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত নয় বলে ধারণা করা হচ্ছে। তবে এই পরীক্ষা যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার চলমান কূটনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
উত্তর কোরিয়া জানিয়েছেন, দেশটির একাডেমি অফ ন্যাশনাল ডিফেন্স সায়েন্স-এ অস্ত্র পরীক্ষাটি চালনা করা হয়েছে। পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, সুপ্রিম নেতা কিম জং উন পরীক্ষাটি নিয়ে এত উচ্ছ্বসিত ছিলেন যে তিনি বলেছেন, দেশের প্রতিরক্ষাশক্তি বৃদ্ধি করতে বিজ্ঞানী ও শিল্প কর্মীরা অসাধারণ কাজ হাসিল করেছেন।
উল্লেখ্য, গত জুন মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে বৈঠক করেন কিম। বৈঠক শেষে দুই নেতা কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। ওই চুক্তি স্বাক্ষরের পর এই প্রথম কোন অস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণে গেলেন কিম।
সারাবাংলা/ আরএ