Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে ছাত্রলীগের নির্বাচনী প্রচারণা


১৬ নভেম্বর ২০১৮ ১১:৪৪

।।ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে।।

বাংলাদেশ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে নির্বচনী প্রচারণা শুরু করেছেন ইতালি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

একাদশ জতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে আহ্বান করেন তারা।

ইতালি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক শাহীন শাহারিয়ার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বন্দর নগরী নাপলী পিয়াচ্ছা গারীবালদি এ গণসংযোগ শুরু করেন।

নেতারা সর্বসাধারণের মাঝে আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ইতালি শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক সুমন কাজী, ক্রীড়া সম্পাদক মামুন ফরাজী, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমেদ শরীফ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমরান হাওলাদার, উপ. গণশিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হোসেন, উপ মানব সম্পদ বিষয়ক সম্পাদক সরোয়ার মৃধা, সদস্য বাহার হাওলাদারসহ অন্যান্যরা।

সারাবাংলা/এমএইচ

ইতালি ছাত্রলীগ নির্বাচনী প্রচারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর