বগুড়ায় কলেজ শিক্ষার্থী জবাই, আটক ৫
১৬ নভেম্বর ২০১৮ ১৫:৪১
।।ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট।।
বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে এক কলেজ শিক্ষার্থীকে জবাইয়ের ঘটনায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহতের নাম নাঈম (২০)। তিনি বেসরকারি পলিটেকনিক ইস্টিটিউট বিট’র টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ নভেম্বর) সারিয়াকান্দি কাচাঁ বাজারের দক্ষিণ পাশে দু’টি গোয়াল ঘরের গলির ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পাঁচ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, ভোরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে না। নাঈমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
পরে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে নাঈমের ৫ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। হত্যার রহস্য এবং হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে।
এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি। তবে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
নাঈম বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মরিয়া গ্রামের ইন্তেজার রহমান স্বর্ণকারের ছেলে।
নিহতের মা নাজমা বেগম জানান, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে ৪/৫ জন বন্ধু এসে নাঈমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। শুক্রবার ভোরে খবর পেয়ে ছেলের লাশ শনাক্ত করেন তিনি।
নাজমা আরও জানান, নাঈম তার একমাত্র সন্তান। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তিনি তা জানেন না।
সারাবাংলা/ আরএ