Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি অর্থায়ন: ৮ এনজিও কর্মী ফের রিমান্ডে


১৬ নভেম্বর ২০১৮ ১৬:৫৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে ৮ এনজিও কর্মীর ফের ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৬ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।

এর আগে একই তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত বার ৬ দিনের রিমান্ডে আবেদন মঞ্জুর করেছিলেন ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিচারক।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. সাফ ওয়ানুর রহমান, সুলতান মাহমুদ, মো. নজরুল ইসলাম, মো. আবু তাহের, মো. ইলিয়াস মৃধা, মো. আশরাফুল আলম, হাসনাইন ও মো. কামরুল।

জঙ্গি অর্থায়নের অভিযোগে ৮ এনজিও কর্মী রিমান্ডে

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর ও রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত ৯ নভেম্বর এই আট আসামিদের ১০ দিনে ৬ দিনের রিমান্ডে আবেদন মঞ্জুর করেছিলেন আদালত। গত ৭ নভেম্বর রাতে পল্লবী থানার ডিওএইচএস-এ অবস্থিত ৯নং রোডের ‘স্মল কাইন্ডনেস বাংলাদেশ’ এনজিও অফিসে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এসআই আশরাফুল হক বাবু পল্লবী থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলাটি দায়ের করে।

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর