তামিল নাড়ুতে গাজার তাণ্ডব, নিহত ১৩
১৬ নভেম্বর ২০১৮ ১৮:০২
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের তামিল নাড়ু উপকূলে ঘূর্ণিঝড় গাজার তাণ্ডবে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নাগাপট্টিনম, তিরুভারুর, তাঞ্জাভুরসহ বেশকিছু এলাকায় আঘাত হেনেছে গাজা। শুক্রবার (১৬ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদ প্রতিবেদনে এসব কথা জানানো হয়।
ভারতের আবহাওয়া অফিস সূত্র বলছে, রাত সোয়া তিনটার দিকে ঘূর্ণিঝড় গাজা ১২০ কিলোমিটার গতিবেগে রাজ্যটিতে আছড়ে পড়ে। রাজ্যজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
আক্রান্ত বিভিন্ন এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৭৬ হাজার মানুষকে। তাঞ্জাভুরে মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় গাজা
এছাড়া, অনেক জেলার স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভেঙ্গে পড়েছে হাজার হাজার গাছপালা।
বেশ কয়েকটি উদ্ধারকারী দল বিভিন্ন এলাকায় কাজ করছে। জেলেদের গভীর সুমদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এনএইচ