একশরও বেশি ‘রোহিঙ্গা’ আটক করেছে মিয়ানমার
১৬ নভেম্বর ২০১৮ ১৯:২৩
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইয়াঙ্গুনের দক্ষিণ থেকে সমুদ্রে ভাসমান অবস্থায় নারী ও শিশুসহ ১০৬ জনকে আটক করেছে মিয়ানমার। ধারণা করা হচ্ছে তারা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়। শুক্রবার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।
মিয়ানমারের অভিবাসন কর্তৃপক্ষ জানায়, ইয়াঙ্গুনের ৩০ কিলোমিটার দক্ষিণ থেকে তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে তারা রাখাইন থেকে এসেছে। হয়তো তারা ‘রাখাইন বাঙ্গালি’ তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
সু চি’র দলের মিয়ানমারের নিম্নকক্ষের আইনজীবী আয় মে মে মাও, নৌকায় আটক ওই যাত্রীদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। রোহিঙ্গারা যে ধরনের নৌযান ব্যবহার করে থাকে তার সাথে এটির সাদৃশ্য আছে। আটককৃতদের মধ্যে, ৫০জন পুরুষ, ৩১জন নারী, ও ২৫জন শিশু বলে জানা গেছে।
আরও পড়ুন: ফিরে যেতে রাজি নয় কোনো রোহিঙ্গা, প্রত্যাবাসন স্থগিত
মিয়ানমার সেনাদের অত্যাচারের কারণে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় রোহিঙ্গারা পালিয়ে যেতে চায়। এরমধ্যে অনেকেই মানব পাচারের শিকার হন।
সারাবাংলা/এনএইচ