Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহারাজাকে ‘সেলাম’ দিয়ে শুরু লোক সংগীতের দ্বিতীয় দিন


১৬ নভেম্বর ২০১৮ ২১:১০ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ০৮:৪৭

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’ ত্রিলজি ছবিতে রাজার কথা মনে আছে যাদের, তারা ভালো বুঝতে পারবেন। ছবিতে, রাজার সামনে দাঁড়িয়ে গুপী ও বাঘার একটি গান গাওয়ার দৃশ্য ছিল। গানটির শিরোনাম ছিল ‘মহারাজা তোমারে সেলাম/ আমরা বাংলাদেশ থেকে এলাম’। সেই গানটি দিয়ে শুরু হলো লোক সংগীত উৎসবের দ্বিতীয় দিন। পরিবেশনা শুরু করে রাজশাহীর গানের দল স্বরব্যাঞ্জো।

বিজ্ঞাপন

গানের দল স্বরব্যাঞ্জো, যারা প্রথম বাংলাদেশে ‘কপিলেফট মুভমেন্ট’ অভিষেক করেছে। ‘কপিলেফট মুভমেন্ট হলো মুক্ত সফটওয়্যার আন্দোলন বা ফ্রি/ওপেন সোর্স আন্দোলন। এটি একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য সফটওয়্যার ব্যবহারকারীদের নির্দিষ্ট কিছু অধিকার সংরক্ষণ করা। ২০১৪ সালে গঠিত হওয়া এই ব্যান্ডের গান-বাজনা এবং হাওয়ার চিঠি নামে দুটি অ্যালবাম বাজারে না বের করে বন্ধুদের মাঝে বিনামূল্যে বিতরণ করে।

দেশীয় বাদ্যযন্ত্রের মাদকতায় আর লোক সুরের মূর্ছনায় শ্রোতাদের বেঁধে ফেলার ভালো ক্ষমতা রয়েছে দলটির। ‘মাহারাজা তোমাকে সেলাম’ গানটি ছাড়াও সত্যজিৎ পরিচালিত হীরক রাজার দেশে সিনেমার ‘কত রঙ্গ দেখি দুনিয়ায়’ গানটি গেয়ে শোনান তারা।

ময়মনসিংহ গীতিকা থেকে মহুয়াপালার গান নিজেদের মতো করে শ্রোতাদের শোনায় ব্যান্ডটি। লোকসুরের সঙ্গে প্রযুক্তির সংস্পর্শে গানটি হয়ে ওঠে শ্রোতাদের মনোগ্রাহী। নিজেদের লেখা ও সুর করা গানও পরিবেশন করে স্বরব্যাঞ্জন।

দ্বিতীয় পরিবেশনা করতে মঞ্চে আসে মাজায। অ্যারাবিয়ান উপদ্বীপ ছোট্ট আইল্যান্ড বাহরাইনের প্রগ্রেসিভ ফিউশন ব্যান্ডটি গঠিত হয় ২০১৩ সালে। ২০১৬ সালের অক্টোবর মাসে মুক্তি পায় তাদের প্রথম সিঙ্গেল। ২০১৭ সালের শুরু দিকে তাদের স্টুডিও রেকর্ড ‘রিহাল’ প্রশংসিত হয় বিশ্বব্যাপী। ইন্সট্রুমেন্টের অসাধারণ মিশ্রণের সঙ্গে ফোক প্রগ্রেসিভ মিউজিক মাজাযকে এনে দেয় বিশ্বব্যাপী পরিচিত এবং পরিণত করে বাহরাইনের অনন্য মিউজিক গ্রুপ হিসেবে।

বিজ্ঞাপন

নভেম্বরের ১৭ তারিখে শেষ হবে ঢাকা আন্তর্জাতিক লোক সংগীত উৎসবের চতুর্থ আসর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একটি দলের পরিবেশনা শেষ হয়েছে। পরিবেশিত হচ্ছে মাজাযের পরিবেশনা, হবে আরও তিনটি পরিবেশনা। তারা হলেন ভারতের রঘু দীক্ষিত, যুক্তরাষ্ট্রের লস টেক্সমেনিয়াক্স, এবং দেশের মমতাজ বেগম। দ্বিতীয় দিনের আয়োজন চলবে রাত ১২টা পর্যন্ত।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর