Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষার মাসে আসছে ভাষা আন্দোলনের ছবি ‘ফাগুন হাওয়ায়’


১৬ নভেম্বর ২০১৮ ২২:২৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ২২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তৌকির আহমেদের নতুন সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। আজ (১৬ নভেম্বর) প্রকাশ পেয়েছে ছবিটির অফিসিয়াল পোস্টার। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে ছবির মুক্তির তারিখ। ভাষার মাস ফেব্রুয়ারিতে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। এক আনুষ্ঠানিক বক্তব্যে এ কথা জানান ছবির পরিচালক তৌকির আহমেদ।

‘ফাগুন হাওয়ায়’ ছবিটি তৌকির আহমেদের ষষ্ঠ সিনেমা। এতে অভিনয় করেছেন তিশা, সিয়াম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। এই ছবির মাধ্যমে তিশা ও সিয়াম প্রথমবারের মতো জুটি বাঁধলো বড় পর্দায়। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা যশপাল শর্মা।

বিজ্ঞাপন

খুলনার পাইকগাছা থেকে ছোট পথ ধরে আরেকটু গভীরে গেলেই শতবর্ষী রাড়ুলী হরিশচন্দ্র কলেজ। খোলা মাঠের চারপাশে পুরোনো কয়েকটা ভবন। সামনেই নোনা জল বুকে নিয়ে বয়ে চলা কপোতাক্ষ নদ। একটু এগুলেই নাম বদলের শিবসা নদী। বিশাল খোলা প্রান্তরের জনপদেই ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার শুটিং করেছেন তৌকির আহমেদ।

এর আগে তৌকির পরিচালিত ‘হালদা’ সিনেমায় অভিনয় করেছেন তিশা। ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম এবং পরিবেশনা করবে দ্য অভি কথাচিত্র।

সারাবাংলা/পিএ/এমআই

ফাগুন হাওয়ায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর