Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যুবকের মৃত্যু


১৭ নভেম্বর ২০১৮ ০৯:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. তাজুল (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ১০ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

মৃত তাজুল শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া গ্রামের খোরশেদের ছেলে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা, ৩টি ছোড়া উদ্ধার করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, যশোরের মনিরামপুর এলাকা থেকে ১০ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তাজুলকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে শ্রীনগর উপজেলার পশ্চিম বাড়ৈখালী এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছানোর পর সন্ত্রাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তাজুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা, ৩টি ছোড়া উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, তাজুলের বিরুদ্ধে শ্রীনগর, নবাবপুরসহ বিভিন্ন থানায় দুটি অস্ত্র, দুটি ডাকাতি, একটি দস্যু, একটি খুনসহ ১০টি মামলা আছে।

সারাবাংলা/এমএইচ

অস্ত্র উদ্ধার বন্দুক উদ্ধার বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর