মনিপুরী নৃত্যে মুগ্ধ করলেন ‘অহনা’ [ফটোস্টোরি]
১৭ নভেম্বর ২০১৮ ১৫:২৬
মনিপুরী মেয়ে অহনা শর্মা নাচেন শৈশব থেকে। ষোল বছর বয়সে এসে নাচে তিনি ছাড়িয়ে গেছেন দেশের গণ্ডিও। জন্মেছেন সিলেটের মৌলভিবাজার জেলার কমলগঞ্জ জনপদে। নাচ শিখেছেন গুরু সুইটি দাস চৌধুরীর কাছে। নিজের নাচ নিয়ে অনেক খুশি। তবুও স্বপ্ন দেখেন, একদিন হয়তো গুরুর মতোই নাচতে পারবেন অহনা।
স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’র আয়োজনে গত ১০ নভেম্বর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘রঙ্গ উৎসব’। ধ্রুপদী নৃত্যের এই উৎসবে ছয় নৃত্যশিল্পীর একজন হিসেবে অহনা পরিবেশন করেন মনিপুরী নৃত্য।
রঙ্গ উৎসবে অহনার’র মনোমুগ্ধকর মনিপুরী নৃত্য পরিবেশনার রঙিন মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত …
সারাবাংলা/এএসজি/টিএস/পিএম