Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গা ঝাড়া দেওয়া রোদের দিন


১৮ নভেম্বর ২০১৮ ১০:৪৭

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

অগ্রহায়ণ মাসের প্রথম পর্যায়ে এসে দারুণ আরামের শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমে এসেছে, ঘরে ঘরে এসি বন্ধ হয়েছে, বাতাসেও দূষণ কিছুটা কম ঠেকছে, সব মিলিয়ে দিনগুলো বেশ কাটে।

আজকে সপ্তাহের প্রথম দিন, সাপ্তাহিক ছুটি আর উৎসব পেরিয়ে আসার পরে এমন দিন শুরু করা একটু কঠিন বটে। যেসব দেশে প্রথম দিন সোমবার হয়, ওরা বলে মানডে ব্লুজ। ছুটির রেশ কাটেনি কাজে মন বসেনি, ওদিকে আস্ত একটা সপ্তাহ পার করতে হবে, কী জ্বালা!

এই জ্বালা যন্ত্রণা নিয়েই আজ শুরু হচ্ছে আমাদের রোববার। এমনিতে দিনটা বেশ। ঠাণ্ডা আছে রোদ আছে, নীল আকাশ আছে, মৃদুমন্দ বাতাসও আছে।

কিন্তু সুবিধার সঙ্গে সমস্যাও তো থাকে। আকাশে মেঘ নেই মানে রোদটা বেশ চড়া যাবে। তাপমাত্রাও ৩০ ডিগ্রি পর্যন্ত উঠবে। ওদিকে বাতাসের আর্দ্রতাও কম, ধুলোর ঝক্কিও পোহাতে হবে।

তবে যাই হোক, গা ঝাড়া দিয়ে উঠে পড়ুন। এই সপ্তাহটাও জয় করতে হবে তো!

সারাবাংলা/এমএ/এমআই

রোদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর