টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু
১৮ নভেম্বর ২০১৮ ১১:৫৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধ‘ ফরিদ আলম (৩০) নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। ইয়াবার টাকার ভাগভাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
রোববার (১৮ নভম্বর) সকালে উপজেলার দক্ষিণ লেঙ্গুরবীলে এ ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ৩ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মৃত ফরিদ আলম লেঙ্গুরবীলের মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি চিহ্নিক মাদক বিক্রেতা বলে দাবি পুলিশের।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের অবস্থান বুঝতে পেরে পালিয়ে যায় ইয়াবা বিক্রেতারা। পরে ওই স্থান থেকে ফরিদের মৃতদেহ ও দুইটি অস্ত্রসহ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইয়াবার টাকার ভাগভাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
সারাবাংলা/এমএইচ