Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন তালিকা প্রায় চূড়ান্ত: কাদের


১৮ নভেম্বর ২০১৮ ১৩:২৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের মনোনয়নের বিষয়টা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তালিকা প্রায় চুড়ান্ত। তবে ফাইনালি ফিনিশিংটা বাকি আছে। তবে আমাদের অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা করে ফাইনাল করা হবে। আমাদেরটা অলমোস্ট ক্লোজড। তবে অ্যালায়েন্সের সঙ্গে আলোচনা করে একসঙ্গে ঘোষণা করা হবে।’

রোববার (১৮ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নমিনেশনটা দিয়েছি জরিপ রিপোর্টের ভিত্তিতে। যাদের ছয়মাস আগেও খারাপ ছিল তারা হয়ত এখন ভালো হয়েছে। তাই তাদের নমিনেশন দেওয়ার বিষয়ে চূড়ান্ত করা হয়েছে।’

‘তবে আগে যারা ছিল তাদের মধ্যে থেকে বাদ পড়েছে কম’ এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জোটের শরিকদের কত আসন দিবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নেত্রী যেটা বলেছেন তা হলো ৬৫ থেকে ৭০টি আসন শরিকরা পাবেন। তবে আলোচনা করে যদি মনে হয় তাহলে ইউনিবল প্রার্থী বেশি আছে তাহলে সেটা বাড়ানো যেতে পারে।’

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘যেমন ধরুন মাশরাফি বিন মোর্তজাকে মনোনয়ন দিলে সেখানে যিনি এখন ইলেকটেড প্রার্থী আছেন তাকে নমিনেশন দেওয়া যাবে না। তাছাড়া ১৪ দলের ইলেকটেড যারা আছেন তাদের বাদ দেওয়ার চিন্তা নেই। যদি একান্ত কারও পজিশন খারাপ হয় সেটা ভিন্ন কথা।’

কাদের বলেন, ‘জরিপ অনুসারে কেউ যদি ইলেকটেবল না হয় তাহলে সে ১৪ দল হোক আর যেই হোক তাকে নমিনেশন দেওয়া হবে না।’

সারাবাংলা/এইচএ/একে

আরও পড়ুন

৭০ আসনে বিশেষ হিসাব কষছে আওয়ামী লীগ
সাংবিধানিক প্রক্রিয়ায় আলোচনায় আগ্রহী নয় আওয়ামী লীগ
সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে পুরো জাতি: ইসি কমিশনার
উৎসবমুখর নির্বাচনী পরিবেশ দেখলে বিএনপির খারাপ লাগে

বিজ্ঞাপন

 

আওয়ামী লীগ জাতীয়-নির্বাচন মনোনয়ন

বিজ্ঞাপন
সর্বশেষ

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
২১ অক্টোবর ২০২৪ ১৭:১০

সম্পর্কিত খবর