Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কাইপিতে তারেকের সাক্ষাৎকার, ইসির দৃষ্টি আকর্ষণ কাদেরের


১৮ নভেম্বর ২০১৮ ১৩:৫৪ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৯:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি: ফাইল

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্কাইপিতে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতির কাছে বলতে চাই, একজন দণ্ডিত পলাতক আসামি এ ধরণের বক্তব্য দিতে পারে কি না। এর বিচার জাতির কাছে চাই। আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্শন করছি, দুটি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত কেউ এভাবে ভিডিও কনফারেন্স করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে কি না।’

স্কাইপিতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক

আজ রোববার (১৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নির্বাচন কতটুকু ফেয়ার হবে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, বাংলাদেশে এর আগে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে এবার আরও ভাল নির্বাচন হবে। স্বচ্ছ ও সুষ্ঠু হবে। শতভাগ স্বচ্ছ ও সুষ্ঠু কোনো দেশেই হয় না। তবে ভাল নির্বাচন হবে।

মনোনয়ন তালিকা প্রায় চূড়ান্ত: কাদের

জরিপের ফলাফল বিষয়ে কাদের বলেন, ৬ মাস বা ৩ মাস আগের জরিপ এখন ঠিক নেই। তবে আমাদের অনেকে সে সময় পিছিয়ে ছিল এখন তারা অনেকে এগিয়ে গেছে। বিরোধীদল কত আসন পাবে বা আমরা কত সিট পাবো এভাবে বলতে চাই না। তবে আমরা বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।

নিয়ন্ত্রিত নির্বাচন হলে আমরা রংপুর, সিলেট ও কুমিল্লায় কেন হারলাম। এসব কথা সঠিক নয়, বলেন কাদের।

এ ছাড়া ইশতেহারের বিষয়ে এই মহূর্তে কিছু বলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, জোটের দলগুলো আলাদা আলাদা ইশতেহার প্রকাশ করবে। তবে সবকিছু প্রকাশ হলেই বলা যাবে।

সারাবাংলা/এইচএ/এমআই

কাদের তারেক স্কাইপিতে সাক্ষাৎকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর