রঙ্গ উৎসবে ভরতনাট্যমে মধুরিমা রায় চৌধুরী [ফটোস্টোরি]
১৮ নভেম্বর ২০১৮ ১৭:৪৭
বয়স আর কতো! ৪ বছর বয়স থেকে শুরু, কিন্তু এরই মধ্যে সে এগারোটি বছর পার করে ফেলেছে নৃত্য চর্চায়, প্রশংসাও কুড়িয়েছে সবার। মেয়েটি মধুরিমা রায় চৌধুরী, পড়ছে ইংরেজী মাধ্যমের নাইন্থ গ্রেডে। সম্প্রতি জাতীয় পর্যায়ে অর্জন করেছে স্বর্নপদক। গত পাঁচ বছর ধরে সাধনা-কল্পতরুতে শিখছে ধ্রুপদী নৃত্য। গুরু কির্তি রামগোপাল, রাজদ্বীপ ব্যানার্জী, অমিত চৌধুরী, অর্থী আহমেদ ও বিশেষ করে লুবনা মারিয়াম’র প্রতি তার অশেষ কৃতজ্ঞতা। গেল ১০ নভেম্বর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’ আয়োজিত ‘রঙ্গ উৎসব’ শিরোনামে ধ্রুপদী নৃত্য উৎসবে ছয় নৃত্যশিল্পীর একজন হিসেবে মধুরিমা’র পরিবেশনা ছিল ভরতনাট্যম। তারই রঙিন মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত …
সারাবাংলা/এএসজি/টিএস/পিএ
অমিত চৌধুরী অর্থী আহমেদ কির্তি রামগোপাল ভরতনাট্যম মধুরিমা রায় চৌধুরী রঙ্গ উৎসব রাজদ্বীপ ব্যানার্জী লুবনা মারিয়াম সাধনা