Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে সহিংসতার মামলা, জামিন পেলেন মির্জা আব্বাস


১৮ নভেম্বর ২০১৮ ১৫:৩১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে বিএনপি কার্যালয়ের সামনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে আগাম জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৮ নভেম্বর) এই দম্পতির জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ ৮ সপ্তাহের জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। লাঠিপেটা করে, এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা তিনটি করে। এসব মামলায় জামিন নিতে আজ (রোববার) মির্জা আব্বাস সস্ত্রীক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

সারাবাংলা/এজেডকে/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর