Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রুহুল ক‌বির রিজভীই অদ্ভুত প্রাণী, মুখে হাসি দেখি না’


১৮ নভেম্বর ২০১৮ ১৭:০৪

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: ‘সরকার একটি অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হয়েছে’ বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী‌ এমন মন্তব্যের জবাবে আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার নয়, রিজভী আহমেদই একজন অদ্ভুত প্রাণীতে রূপান্তরিত হয়েছে। কারণ ওনার মুখে কোনো সময় হাসি দেখি না। সকাল-বিকাল মিথ্যা কথা বলে।’

‌র‌বিবার (১৮ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

আওয়ামী লী‌গের এ নেতা বলেন, ‘আমার নির্বাচন কমিশন এবং পুলিশের কাছে প্রশ্ন নির্বাচন বিধি লঙ্ঘন করে বিএন‌পির কার্যাল‌য়ের সাম‌নে যে হাঙ্গামা করা হয়েছে যেখা‌নে যিনি মামলার দুই নম্বর আসামি তিনি কিভাবে কার্যাল‌য়ে ব‌সে মিথ্যাচার করেন? রিজভী আহ‌মেদ‌কে কেন এখ‌নও বিচারের আওতায় আনা হচ্ছে না?’

‌তি‌নি আরও ব‌লেন, ‘বিএন‌পি আচরণ বিধির কথা বলে, তাদের কার্যালয়ের সামনে হাজার হাজার লাঠি এবং বাঁশ নিয়ে নির্বাচনী ফর্ম সংগ্রহ করার জন্য গিয়েছিলেন এটা আচরবিধির কোথায় আছে? এটা লঙ্ঘন নয়? গতকাল দেশের সর্বচ আদালত সুপ্রিম কোটে সমাবেশ করে, ড. কামাল হোসেনরা ভোট চেয়েছেন এটা কি আচরবিধি লঙ্ঘন হয়নি? তাই বিএনপিকে আমি অনুরোধ জানাবো ঘৃণা এবং বিদ্বেষ না ছড়িয়ে আইন এবং আচরণবিধি পড়েন। তারপর মিথ্যাচার করবেন।’

‘এ ডটারস টেইল’ ছ‌বির স‌ঙ্গে রাজনীতি কিংবা ভোটের কোনো সর্ম্পক নেই মন্তব্য ক‌রে তি‌নি ব‌লেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের কর্ম, সংগ্রাম নিয়ে একটি ছবি মুক্তি পেয়েছে। ছবিতে তার সাধারণ জীবনযাপন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন অতিক্রম হ‌য়ে‌ছে, এমন‌কি দেশের মানুষের জন্য তার সংগ্রাম এর কাহিনী তুলে ধরা হয়েছে। এই ছবিটি একটি চিত্রকর্ম, শিল্পকর্ম। এর সঙ্গে রাজনীতি কিংবা ভোটের কোনো সম্পর্ক নেই।’

বিজ্ঞাপন

হাছান মাহমুদ বলেন, ‘অথচ এই ছবি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী আহমেদ আচরণ বিধি লঙ্ঘনের বিষয় খুঁজে পেয়েছেন। কিন্তু তা কিভাবে হয়েছে সেটা আমার জানা নেই। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে তাদের গাত্রদাহের মূল কারণ হচ্ছে তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো ছবি বানানোর সুযোগ নেই।’

সারাবাংলা/এমএমএইচ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর