Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশের আত্মমর্যাদার সিনোনিম খালেদা জিয়া’


১৮ নভেম্বর ২০১৮ ১৭:০৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশের আত্মমর্যাদার সিনোনিম হচ্ছেন খালেদা জিয়া।’

রোববার (১৮ নভেম্বর) রাজধানীর হোটেল লেকশো’র বল রুমে আয়োজিত মাহফুজ উল্লাহ রচিত ‘খালেদা জিয়া, হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের এখানে পলিটিক্যাল সেনসিভিটি এত বেশি যে, কেউ যদি খালেদা জিয়া সম্পর্কে একটা ভালো কথা বলেন, তাহলে ধরেই নেওয়া হয় তিনি বিএনপি। ধরে নেওয়া হয়, কেউ জিয়াউর রহমানকে ভালোবাসলে বঙ্গবন্ধুকে ভালবাসতে পারবেন না।’

‘এ রকম মনমানসিকতা নিয়েই আমরা বসবাস করি। আকাশকে বাদ দিয়ে কি মেঘকে ভালোবাসা যায়? যারা মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদের সবাইকে মূল্যায়ন করতে সমস্যা কোথায়?’– প্রশ্ন আসিফ নজরুলের।

তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার প্রশংসা করতে পারলে, খালেদা জিয়ার প্রশংসা করতে বাধা কোথায়?’

‘লেখকরা যদি কিছু  লিখতে যায়, কেউ বলেন উনি আওয়ামী লীগ, কেউ বলেন উনি বিএনপি। আমাদের মন মানসিকতা এত পুওর (দরিদ্র) যে, কোনো লেখক সাহস করে কিছু লিখতে চায় না’– বলেন আসিফ নজরুল।

সারাবাংলা/এজেড/একে

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর