।। জবি করেসপন্ডেন্ট ।।
জবি: শৃঙ্খলাভঙ্গের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই ছাত্রলীগ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন- ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. শরীফুল ইসলাম (আইডি নং: ই-১৬০২০৩১০৬) ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী নূরে আলম সিদ্দিকি (আইডি নং: ই-১৬০১০৩০০৮)।
জানা যায়, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত কনসার্ট পর্বে মাতলামি, মারামারি এবং ক্যাম্পাসের মূল গেইটে রাব্বি মিয়া নামক একজন গাড়ি চালকের উপর অতর্কিত হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেন উক্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হবে না- তার লিখিত জবাব নোটিশ প্রেরণের নির্দেশ প্রদান করেছে রেজিস্টার দফতর।
এর আগেও সাংবাদিকের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার ছিলেন ইতিহাস বিভাগের নূরে আলম সিদ্দিকি।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কনসার্ট পর্বে এবং গত ৫ নভেম্বর-২০১৮ তারিখ সন্ধ্যায় ক্যাম্পাসের মূল গেইটে রাব্বি মিয়া নামক একজন গাড়ি চালকের উপর অতর্কিত হামলা করে গুরুতরভাবে জখম ও আহত করার ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৫ নভেম্বর ৩ ছাত্রলীগ কর্মী বহিস্কার করা হয়।
সারাবাংলা/জেআর/এমও