Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছর পর খুঁজে পাওয়া গেল আর্জেন্টিনার সাবমেরিন


১৮ নভেম্বর ২০১৮ ১৮:৪৫ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিন ‘আরা সান জুয়ানে’র সন্ধান মিলেছে। শনিবার (১৭ নভেম্বর) নিখোঁজ সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর সিএনএন।

গত বছরের নভেম্বরে ৪৪জন যাত্রী নিয়ে দক্ষিণ আটলান্টিকে নিখোঁজ হয় সাবমেরিনটি।

আর্জেন্টিনার নৌ বাহিনীর ক্যাপ্টেন গ্যাব্রিয়েল এটিস বুয়েন আয়ার্সে সাংবাদিকদের জানান, সমুদ্রের তলদেশে ২হাজার ৮শ ৫০ ফুট গভীরে নিখোঁজ সাবমেরিন ‘আরা সান জুয়ানে’র হদিস মিলে।

টুইটারে প্রকাশিত বিভিন্ন ছবি দেখে ধারণা করা যায়, ৬০ মিটার লম্বা ওই বস্তুটি নিখোঁজ সাবমেরিনের। আমেরিকার একটি কোম্পানি আর্জেন্টিনা সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে সাবমেরিনটির অবস্থান শনাক্ত করে। তবে এটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনি বুঝা যাচ্ছে না।

বিজ্ঞাপন

সাবমেরিনের খোঁজ পাওয়ায় নিখোঁজ নাবিকদের আত্মীয় স্বজনরা অশ্রুসিক্ত হয়ে পড়েছেন। এদিকে প্রতিরক্ষামন্ত্রী অস্কার অগুাদ জানিয়েছেন, সাবমেরিনটি তুলে আনার সামর্থ্য তাদের নেই।

আর্জেন্টিনার মার-ডেল-প্লাটা থেকে ২০১৭ সালের ১৫ নভেম্বর নিখোঁজ হয় সাবমেরিন ‘আরা সান জুয়ান’। সবশেষে যোগাযোগে সাবমেরিনটির ক্যাপ্টেন বলেছেন, এটির ব্যাটারি সিস্টেমে শর্ট সার্কিট হয়েছে।

পরবর্তীতে সাবমেরিন নিখোঁজের এলাকা থেকে বিস্ফোরণের ঘটনা চিহ্নিত করা হয়। ২৮টি জাহাজ ও ১১টি দেশের ৯টি উড়োজাহাজ নিখোঁজ সাবমেরিনটি খুঁজে পেতে অনুসন্ধান চালায়। দুই সপ্তাহ পর আর্জেন্টিনার নৌ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সাবমেরিনের যাত্রীদের বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই।

ওশান ইনফিনিটি নামে মার্কিন অনুসন্ধান ও উদ্ধার কোম্পানিটি চলতি বছরের সেপ্টেম্বরে নিখোঁজ সাবমেরিনটির অনুসন্ধানের দায়িত্ব পায়। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আর্জেন্টিনা চাইলে তারা সাবমেরিনটি উদ্ধারেও সহায়তা করতে চায়।

সারাবাংলা/এনএইচ

আর্জেন্টিনা নিখোঁজ সাবমেরিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর