Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আতর বেগম মারা গেছেন


১৮ নভেম্বর ২০১৮ ২১:৪০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর দলপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আতর বেগম (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাহসিন নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় দগ্ধ হন আরও ছয় জন। তাদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য।

ওই দুর্ঘটনার পর থেকে সুমন (৪০), তার স্ত্রী সাজুলী আক্তার (৩০), ছেলে নিশান (১৫), ফুপু আতর বেগম (৭০) এবং আলমগীর হোসেন (৪০) ও তার স্ত্রী কাজলী আক্তার (২৪) এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি।

যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ আরও ৬

সারাবাংলা/এসএসআর/এটি

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ যাত্রাবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর