Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরিয়ার শহীদের জানাজা, সহকর্মীদের শ্রদ্ধা


১৯ নভেম্বর ২০১৮ ১৫:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক শাহরিয়ার শহীদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মীসহ শুভাকাঙ্খিরা।

সোমবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাহরিয়ার শহীদের মরদেহ নেওয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে হয় প্রথম নামাজে জানাজা। এরপর তার মরদেহ নেওয়া হয় কর্মস্থল বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যালয়ে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে শাহরিয়ার শহীদের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। জোহরের নামাজের পর জানাজা শেষে তার মরদেহবাহী গাড়িটি গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকার চর গ্রামের উদ্দেশে রওনা দেয়। সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

বিজ্ঞাপন

বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার শহীদ শনিবার (১৭ নভেম্বর) দুপুর ১ টা ৫০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

শাহরিয়ার শহীদ খ্যাতিমান সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমসের সম্পাদক মরহুম একেএম শহীদুল হকের ছেলে।

সারাবাংলা/এসএমএন

জানাজা শাহরিয়ার শহীদ