প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে যাবার পথে প্রাণ গেল দুর্ঘটনায়
১৯ নভেম্বর ২০১৮ ১৬:২৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী এক শিশুর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও এক পরীক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (১৯ নভেম্বর) সকালে পরীক্ষা দিতে কেন্দ্রে যাবার পথে নগরীর বন্দর থানার পুরাতন পোর্ট মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত সুমনা আক্তার এবং আহত পিংকী আক্তার উভয়ই পোর্ট কলোনি এলাকার ঘাসফুল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তাদের পরীক্ষা কেন্দ্র ছিল নগরীর নিমতলায় য়মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সারবাংলাকে জানান, সুমনা ও পিংকী রিকশায় করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশাকে একটি ব্যাটারিচালিত রিকশা পেছন থেকে ধাক্কা দেয়।
দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সুমনা মাথায় গুরুতর আঘাত পায়। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক সুমনাকে মৃত ঘোষণা করেন বলে জানান আলাউদ্দিন।
দুর্ঘটনায় পিংকীর পা ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন আলাউদ্দিন।
সারাবাংলা/আরডি/এমআই